More

    আগৈলঝাড়ায় সরকারি খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ   বরিশালের আগৈলঝাড়ায় সরকারি খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা পূর্বপাড়া দরগা শরীফ জামে মসজিদ সংলগ্ন খালটির হাওলাদার বাড়ির সামনে বাঁধ দিয়ে রাস্তা নির্মান করা হচ্ছে। এতে ওই এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা মৌসুমেও জলাবদ্ধতায় ফসল নষ্টের আশঙ্কা করেছেন কৃষকেরা।

    স্থানীয়রা খালের মধ্যে রাস্তা অপসারণ করে খাল প্রবহমান রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি খালের মধ্যে রাস্তা নির্মানের জন্য দেয়া বাঁধ অপসারণ করার নিদের্শ দিয়েছেন। স্থানীয়রা অভিযোগে জানান, গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত এনায়েত হাওলাদারের ছেলে আব্দুল জলিল হাওলাদার প্রভাব খাটিয়ে সরকারি খালে বাড়ির রাস্তা করার জন্য খালটিতে বাঁধ দেন।

    কৃষিনির্ভর এ এলাকার ফসলের মাঠের উর্বরতা হারিয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিবে। ধারণা করা হচ্ছে খাল ভরাটের মধ্যে দিয়ে খালের অস্তিত্ব বিলীন করে খাল দখলের পায়তারা করছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। স্থানীয় ইউপি সদস্য শামীম ফড়িয়া জানান, সরকারি খালে বাঁধ দিলে এতে খালের পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই খালে বাঁধ দেয়ার ফলে ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। কয়েকটি পরিবার অপরিকল্পিতভাবে খালে বাঁধ দিয়ে রাস্তা তৈরি করেছেন। তাদেরকে নিষেধ করা সত্বেও তারা খালের মধ্যে বাঁধ দিয়ে কাজ করছেন।

    অভিযুক্ত আব্দুল জলিল হাওলাদার সরকারি খাল দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, বাড়িতে ঢোকার জন্য রাস্তা নির্মান করছি। এই খালটিতে পানি প্রবাহ বন্ধ রয়েছে অনেক বছর ধরে। এতে করে কোন সমস্যা হওয়ার কথা নয়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, কৃষক ও স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পেয়েছি। আমি সরেজমিন পরিদর্শন করে সরকারি খালে বাঁধ দেয়া সকল উপকরণ খুলে ফেলার নিদের্শ দিয়েছি। এছাড়া খালে বাঁধ দিয়ে রাস্তা তৈরি করার কোন সুযোগ নেই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

    ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ও...