আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জাতীয় সরকারের অধীনে সুষ্ঠ নিরেপেক্ষ জাতীয় নির্বাচন ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবীতে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে তৃনমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রাসেল সরদার মেহেদীর সভাপতিত্বে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন তার বক্তব্যে বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠ, নিরেপেক্ষ জাতীয় নির্বাচন, অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন করতে হবে। বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। তিনি আরও বলেন, এই দেশে কোরআনের আইন চলতে হবে।
নির্বাচনের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ ওসমান গণি, বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল খায়ের ও মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।