More

    উজিরপুরে বাকি না দেয়ায় ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে বাকি না দেয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে বলে অভিযোগ পাওয়া। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উজিরপুর পৌরসভা ৪নং ওয়ার্ডের মোঃ ইয়াসিন আলী তালুকদারের ছেলে মুদি মনোহারী দোকানদার মোঃ শাহিন তালুকদার (২৫) এর কাছে বিভিন্ন সময় ওই এলাকার রাব্বি বালি মুদি মালামাল বাকি নিয়ে সময়মত পরিশোধ করতোনা।

    একারণে পরবর্তিতে বাকিতে বিক্রি বন্ধ করে দেয়। এরপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রাব্বি বালি, মশিউর বালি, খিজির বালি,রাকিব বালি,সেলিম বালি মিলে পরিকল্পিত বসতঘরে ঢুকে দোকানদার শাহিন তালুকদারের উপর অতর্কিত হামলা চালায়।

    এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। আহতকে স্থানীয় ও পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহত’র পিতা মোঃ ইয়াসিন তালুকদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আহত’র পিতা মোঃ ইয়াসিন তালুকদার জানান,রাব্বি বালির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

    সে এলাকায় মাদকসহ বিভিন্ন কুকর্মের সাথে জড়িয়ে পড়েছে। অভিযুক্ত মশিউর বালিকে ফোন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হামলাকারীদের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দলীয় সেঞ্চুরির আগেই ৮ উইকেট নেই বাংলাদেশের

    সিরিজ রক্ষার ম্যাচে আফগানিস্তানকে ১৯০ রানে থামালেও ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ হয়েছে টাইগার ব্যাটাররা। যেখানে ৯৯ রানে ৮...