মোঃ কাওছার হোসেন, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় আলোর পথে আমরা সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় মুন্সিরতালুক শহীদ স্মরনিকা ডিগ্রি কলেজ সভাকক্ষে আলোর পথে আমরা সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ স্মরনিকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরদার জহির উদ্দিন এর সভাপতিত্বে ও শহীদ স্মরনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান হিরো এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম. জাকারিয়া।
বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রভাষক নির্মলেন্দু হালদার। বক্তৃতা করেন শহীদ স্মরনিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফুর রহমান মিয়া,শহীদ স্মরনিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনা খানম,সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার হাওলাদার, শিক্ষক হেমায়েত উদ্দিন, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মল্লিক, আমরা আলোর পথের সামাজিক সংগঠনের সম্বনয়ক সাজ্জাদ,রিয়াদ,শাওন,রবিউল।
পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মাহবুবুর রহমান মল্লিক, ফয়জর আলী মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন অভিবাবক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।