মোঃ নাসিরউদ্দিন (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহি স্বেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যানের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারীর সার্বিক সহযোগীতায় শিকারমঙ্গল গ্রামবাসীর উদ্যােগে শিকারমঙ্গল মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শিকারমঙ্গল রাশিদিয়া মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের, থানার এসআই মাহমুদ হোসেন,পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, শিকারমঙ্গল ইউপি সদস্য জামাল রাঢী,উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খাঁন,কালকিনি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকরামুল ইসলাম লিটন, শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের সভাপতি রাজিব বেপারী সহ স্থানীয়রা।