উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় শেরে বাংলা (পাইলট) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রতিকি র্যালী করা হয়েছে।
উজিরপুর পৌরসভার জনসচেতনামূলক কর্মকান্ডের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের সচেতন করলে তারা সুস্থ থেকে স্কুলে অংশগ্রহণ করতে পারবে এবং নিজেদের পরিবার ও আশেপাশে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর লাভা জন্মানো প্রতিরোধে সহায়ক ভুমিকা পালন করবে।
এমন ধারনাকে সামনে রেখেই শিক্ষার্থীদের মাঝে ‘জনসচেতনায় গড়বো দেশ, সুস্থ থাকবে বাংলাদেশ ‘ এই স্লোগানের মুল বিষয়বস্তু তুলে ধরে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে রাখেন উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট তঞ্চন সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ মিজানুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, কাউন্সিলর মোঃ রিপন মোল্লা,নজরুল ইসলাম মামুন, মোঃ নাসির উদ্দিন,সাবেক কাউন্সিলর মোঃ বাবুল সিকদার প্রমুখ। এসময় বক্তারা আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান