More

    আগৈলঝাড়ায় লিওনি শিখা সিকদার মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ   বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিওনি শিখা সিকদার।

    ৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার শহীদ শুকান্ত বাবু হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈসহ সরকারী দপ্তরের কর্মকর্তারা।

    পরে ২০২৩ সালের মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিওনি শিখা সিকদার। সে ২০০০ সালে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন।

    লিওনি শিখা সিকদারের স্বামী ফ্রান্সিস বেপারী কারিতাস বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে মাছের দামে আগুন

    বরিশালে কয়েকদিন ধরে সবজি ও মুরগির মাংসের দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। তবে আগের তুলনায় বেড়েছে মাছের দাম। সোমবার...