আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদক বহন ও সেবনের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্ত সাইদুল ফড়িয়া (৩৪) উপজেলার উত্তর শিহপাশা গ্রামের মৃত মাজেদ ফড়িয়ার ছেলে। জানা যায়, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের এক মাদক ব্যবসায়ী মাদক বহন ও সেবনের মাদকদ্রব্য নিয়ে ঘোরাফেরা করছেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।
এ সময় সাইদুল ফড়িয়াকে আটক করে তারা। পরে তল্লাশি করে তার নিকট থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সকলের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন অভিযুক্ত সাইদুল ফড়িয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এসময় ইউএনও অফিসের সহকারী রমনী কান্ত সরকার ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে সাজাপ্রাপ্ত সাইদুল ফড়িয়াকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়।