আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় দূর্গা মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে জন্মাষ্টমীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপুল দাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা যুবলীগ নেতা জগদীশ ভক্তসহ প্রমুখ।
এছাড়া গৈলা পূজা উদযাপন কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। পরে মনসা মন্দিরের সামনে জন্মাষ্টমীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুশান্ত কর্মকার, তারক চন্দ্র দে, স্বপন কুমার মন্ডল, মহিৎ লাল মন্টু প্রমুখ।