উজিরপুর প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের ভগমান শ্রীকৃষ্ণের শূভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বরিশাল জেলার উজিরপুরে কেন্দ্রীয় সার্বজনীন জন্মাষ্টমী উৎযাপন কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, অশোক কুমার হাওলাদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী,সহদেব কুমারসসহ বিভিন্ন শ্রেনি পেশার সহাতন ধর্মাবলম্বীরা । মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।