More

    উজিরপুর বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ

    অবশ্যই পরুন

    মোঃ কাওছার হোসেন, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোরাকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন শরীফ( ৬৫) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টায় মৃত্যুবরন করেন, ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

    তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে,১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় মরহুমের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন উজিরপুর মডেল থানার এস আই মেহেদী হাসান সহ একদল চৌকস পুলিশের টিম। এসময় উজিরপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম ।

    আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের গার্ড অফ অনার শেষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

    মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার পূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আক্রাম হোসেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করেন এবং মরহুম বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষে তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা ২ ছেলের

    গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিসংক্রান্ত ঘটনায় নিজের মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩...