সরদার সোহেল উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে প্রভাবশালীরা পানিউন্নয়ন বোর্ডের জমি অবৈধ দখল করে পাকা ভবন নির্মাণের চেষ্টা।
উজিরপুর উপজেলা ভূমি কর্মকর্তার সাহসী পদক্ষেপে বন্ধ করে দিয়েছে নির্মাণ কাজ।
স্থানীয় সুত্রে জানাগেছে উপজেলার ওটরা পুরান বাজারে পাউবোর জমি অবৈধ ভাবে দখল করে পাকা ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছে ওই এলাকার প্রভাবশালী মোঃ কালাম বেপারী, ওই ঘটনা ঘটে গত ৯ সেপ্টেম্বর। স্থানীয়রা বিষয়টি উজিরপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের অবহিত করলে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ দখলের বিষয়টি উপজেলা ভূমি কর্মকর্তা ( এসিল্যান্ড ) কেএম ইশমাম কে অবহিত করলে তাৎক্ষণিক তিনি নিকটস্থ শোলক ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দিলে তিনি স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত কালাম বেপারী বলেন দাম্ভিকতা দেখিয়ে বলেন সরকারের জমিতে ভবন নির্মাণ করছি,সরকারের যখন প্রয়োজন হবে তখন ভেঙে ফেলবো, এটা কোনো অপরাধ না ।
এ বিষয়ে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ( এসিল্যান্ড ) কে. এম ইশমাম বলেন অবৈধ স্থাপনা তৈরির কাজ বন্ধ করা হয়েছে অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে, কোন অপরাধীই ছার পাবেনা। ওই জমি পানি উন্নয়ন বোর্ডের তাই তাদের কাছে চিঠি দেয়া হয়েছে। যাতে তারা ডিসির বরাবরে উচ্ছেদ এর আবেদন করে। তাৎক্ষণিক ভাবে অবৈধ কাজ বন্ধে উপজেলা ভূমি কর্মকর্তার পদক্ষেপ গ্রহনের কারনে এলাকাবাসির মাঝে শস্তি বিরাজ করছে ।