More

    কলাপাড়ায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধণ।। প্রথম পর্যায়ে দেয়া হবে এক লাখ ৫৯ হাজার ৯২৬ জন ভোটারকে।।

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ১৭ সেপ্টেম্বর।।
    পটুয়াখালীর কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম
    শুরু হয়েছে। রোববার সকাল ১১ টায় কলাপাড়াা পৌর শহরের শেখ কামাল কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে
    স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব মো: জাহাংগীর আলম।

    বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পরিচয়
    নিবন্ধন অনুবিভাগ এর মহাপরিচালক (গ্রেড—১) একেএম হুমায়ূন কবির, প্রকল্প পরিচালক (প্রকল্প) (২য়
    পর্যায়) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালী পুলিশ সুপার মো.
    সাইদুল ইসলাম প্রমুখ।

    স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর
    হোসেন। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা এসএম রাকিবুল
    আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, নতুন ভোটার মাসলীনি প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন
    সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা অবি শাহিনুর খান, কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো:
    সাইফুল ইসলাম।

    পটুয়াখালী—৪ (কলাপাড়া—রাঙ্গাবালী) নির্বাচনী আসনের কলাপাড়া উপজেলায় দুই লাখ এক
    হাজার ৩৯৬ জন ভোটারের মধ্যে প্রথম পর্যায়ে ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার হওয়া এদের মধ্যে
    কলাপাড়া উপজেলার মোট এক লাখ ৫৯ হাজার ৯২৬ জন ভোটারকে এ স্মার্ট কার্ড দেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...