পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে,একটি ছাত্র কেন্দ্রিক পদ্ধতির ক্লাস কার্যক্রম কিভাবে সম্পূর্ণ করা যায় এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মোতাহার হোসেন স্যার এবং আরো উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক মো: রায়হান স্যার। বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মোতাহার হোসেন স্যার স্টুডেন্ট দের A Student-Centred Approach Class Activitics এর ধাপ গুলো
1. Flipped Classroom
2. Problem-based Learning
3. Enquiry based Learning
4.Studen Presebtation
5.Brainstonming
6.Small group discussions
7.Simulations
8.Poster Presentation
ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে থেকে বিভিন্ন গুরুপে বিভক্ত করে উক্ত আলোচনা সম্পর্কে গুরুপ ভিত্তিক উপস্থাপনা করেন।