আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। পাশাপাশি দন্ডিতকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামী। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত রজত হালদার (৩৬) বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহুতী বাটরা গ্রামের সুবীর হালদারের ছেলে।
মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১২ সালের ৫ জুন আহুতী বাটরা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেতে গরু তাড়াতে যায় ১১ বছর বয়সের এক শিশু কন্যা। ওইসময় ক্ষেতের পাশে থাকা রজত হালদার শিশু কন্যার মুখ চেঁপে ধরে পাশের পাট ক্ষেতে নিয়ে জোরপূর্বক শিশু কন্যাকে ধর্ষণ করে। ওই ঘটনায় শিশু কন্যার বাবা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। থানার এসআই ইদ্রিস আলী ২০১২ সালর ৪ আগষ্ট রজত হালদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে। বিচারক সাতজনের স্বাক্ষ্য নিয়ে সোমবার উল্লেখিত রায় ঘোষণা করেছেন।