আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার ডাসার—বাশাইল—আগৈলঝাড়া সড়কের হাওলাদার এন্টারপ্রাইজের সামনে বসে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা দোলোয়ার হোসেন মিয়া ও তার ছেলে ব্যবসায়ী ফরিদ মিয়া গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ওই রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি করে। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পিতা দোলোয়ার হোসেন মিয়া গতকাল শুক্রবার ভোর রাতে মারা যান। আর ছেলে ব্যবসায়ী ফরিদ মিয়া এষনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।