আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
কারাদন্ডপ্রাপ্তকে গতকাল সোমবার দুপুরে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী জাকির সরদারকে (৪৫) মাদক সেবনরত অবস্থায় গতকাল সোমবার সকালে গ্রেপ্তার করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের আদালতে উপস্থিত করা হলে আদালতের বিচারক মাদকসেবী জাকিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক ফয়জুল ইসলাম হাওলাদার, ইউএনও অফিসের পেশকার ছিদ্দিকুর রহমানসহ প্রমুখ।