আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রতারনা করে এক নারীর স্বর্নের দুল নেওয়ার সময় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার রামানন্দের আঁক গ্রামের হরিদাস বেপারীর স্ত্রী বাসন্তী বেপারী গতকাল বুধবার দুপুরে উপজেলা সদর থেকে ভ্যানযোগে করে বাড়ি যাচ্ছিলেন।
এসময় বাকাল গ্রামের ১নং ব্রীজ থেকে কোটালীপাড়া থানার ঘাগর গ্রামের নজরুল শেখের ছেলে শামচুল হক শেখ ও গোপালগঞ্জ সদর থানার নিন্দ্রাবট গ্রামের শিহাব শেখের ছেলে ইনার শেখ ওই ভ্যানে উঠেন।
তারা ভ্যানের যাত্রী বাসন্তী বেপারীর কাছে সোনার পয়সা বিক্রির প্রলোভন দেখান। তখন ওই ভ্যানের নারী যাত্রী লোভে পরে বাকাল গ্রামের সুধীর ডাক্তারের বাড়ির সামনের সড়কে বসে তার কানের স্বর্নের দুল দুই প্রতারক খুলে নেওয়ার সময় স্থানীয়রা দেখে দুই প্রতারককে ধরে ফেলে।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এঘটনায় বাসন্তী বেপারী বাদী হয়ে গতকালই থানায় মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তারকৃত দুই প্রতারককে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।