More

    বরিশালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ২৯৯

    অবশ্যই পরুন

    বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১০১ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৯৯ জন।

    বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়ারা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা মো. জুবায়ের (১৭) ও সুকুমার রায় (৮২) বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা।

    তারা দুজনই বরিশাল শেবাচিম তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৩ হাজার ৮৭৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

    সুস্থ হয়েছেন ২২ হাজার ৫৭০ জন। এখন পর্যন্ত ১০১ জন মারা গেছেন। এদের মধ্যে বরিশালের দুই হাসপাতালে ৭২ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা জেলা হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজন এবং ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১০৫, পটুয়াখালীতে ৬৫, পিরোজপুরে ৫০, ভোলায় ৩৭, বরগুনায় ৩৫ এবং ঝালকাঠিতে সাতজন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’

    দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমশ কমছে। এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন...