বরিশাল চরকাউয়া স্ট্যান্ডের বাস শ্রমিকের বিরুদ্ধে এক যাত্রীকে আবারো মারধরের অভিযোগ উঠেছে। এর আগে এমন অসংখ্য হামলার ঘটনা ঘটলেও বিচার দিয়ে তার কোন প্রতিকার পায়নি যাত্রীরা। যার ফলশ্রুতিতে প্রতিনিয়ত বাস শ্রমিকদের হাতে হেনস্তার শিকার হচ্ছেন যাত্রীরা।
২৮ ডিসেম্বর রবিবার বেলা ১২টা সময় বরিশালের চরকাউয়া বাস স্ট্যান্ডে মোঃ রবিউল (৩০) নামের এক যাত্রী হেনস্থার শিকার হন। ভৃুক্তভোগী বাসযাত্রী বলেন, আমি স্থানীয় বালার দোকান থেকে নিউ হিমাচল (ঢাকা মেট্রো -ব ১৫-৭৬৭৪) গাড়িতে উঠি । গাড়িতে অতিরিক্ত যাত্রী থাকায় সামনের দিকে দাঁড়িয়ে থাকি। বাসের স্টাফ আমাকে পিছনের দিকে যেতে বললে আমি বলি পিছনে যায়গা নাই কোথায় যাবো এ কথা বলে পিছনের দিকে যেতে আপত্তি জানায়। এক পর্যায়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গাড়িটি যখন চরকাউয়া বাসস্ট্যান্ডে পৌঁছায় তখন বাসের স্টাফ আমাকে মারধর করে।
এই ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে ভয় ভীতি ও সঙ্কা তৈরী হয়।
বাস মালিক- শ্রমিক সমিতির কাছে যাত্রীরা দাবী করেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঐ বাস স্টাফকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে । পাশাপাশি সাধারণ যাত্রীদের সাথে স্টাপদের আচার – আচারণ সহনশীল হতে হবে।
উক্ত ঘটনার বিষয় বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইয়িদ এর কাছে অভিযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে দুই পক্ষের সাথে কথা বলেন। এবং শ্রমিকের ভুল স্বীকার করে যাত্রীর কাছে ক্ষমা চেয়ে দুইজনকেই মিলিয়ে দেন। পরবর্তীতে এই ধরনের ঘটনা আর যেনো না ঘটে শ্রমিকদের উদ্দ্যশে সেই হুশিয়ারী দেন।
