আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নির্যাতিতা গৃহবধূ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ায় ওই গৃহবধূর বিরুদ্ধে আদালতে মারধরের মামলা করেছে স্বামী। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের সোবাহান ভাট্টির স্ত্রী হাকিমোন বেগমকে পিতার বাড়ি থেকে ৩ লক্ষ টাকা যৌতুকের জন্য প্রায়ই শারীরিক নির্যাতন করে আসছিল স্বামী সোবাহান ভাট্টি।
নির্যাতন সইতে না পেরে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের কাছে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন হাকিমোন বেগম। নির্যাতিতা গৃহবধূ হাকিমোন বেগম জানান, যৌতুকের জন্য আমাকে প্রায় সময়ই শারীরিক নির্যাতন করতো স্বামী সোবাহান ভাট্টি।
আমাকে শারীরিক নির্যাতনের ঘটনায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে ইউএনও অফিস থেকে সোবাহান ভাট্টিকে একাধিকবার ডাকা হলেও তিনি হাজির হয়নি। এঘটনায় নির্যাতিতা গৃহবধূ হাকিমোন বেগমকে বিভিন্ন ধরনের হুমকি—ধামকি দেয়ার অভিযোগ রয়েছে সোবাহান ভাট্টির বিরুদ্ধে।
উল্টো সোবাহান ভাট্টি বাদী হয়ে স্ত্রী হাকিমোন বেগমসহ ৪ জনের বিরুদ্ধে বরিশাল আদালতে একটি মারধরের মামলা দায়ের করেন। এব্যাপারে সোবাহান ভাট্টি যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের কথা অস্বীকার করে বলেন, আমি স্ত্রীর জ্বালা সইতে না পেরে আদালতে মামলা করেছি।