More

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু ভরাট বন্ধ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সদর বাজারে সরকারী টাকায় নির্মিত ঘাটলা বালু দিয়ে ভরাট করে দখল করছে এক প্রভাবশালী ব্যবসায়ী হান্নান মোল্লা।

    সরকারী জায়গা ভরাটের সংবাদ পেয়ে মঙ্গলবার দুুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন অভিযান চালিয়ে বালু ভরাট কাজ বন্ধ করে দেন।

    এসময় দ্রুত বালু সরিয়ে না নিলে জেল—জরিমানা করা হবে ওই ব্যবসায়ীকে। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই আবু সালেহ, সার্ভেয়ার মাসুদ হোসেন, গৈলা তহশিলদার রেজাউল কবির, ভূমি অফিসের নাজির সোহেল আমিনসহ প্রমুখ।

    এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বলেন, ভূমি অফিসের সার্ভেয়ার ও তহশিলদারকে জায়গা মেপে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বালু দ্রুত সরিয়ে নিয়ে ঘাটলা পরিস্কার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীকে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...