More

    কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৫৭ লাখ টাকা নিয়ে লাপাত্তা ঠিকাদার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জনগণের দুর্ভোগ লাঘবে একটি ব্রিজ নির্মাণ করা হলেও কাজ শেষ হবার আগেই ঠিকাদারকে পুরো বিল পরিশোধ করেছে উপজেলা এলজিইডি অফিস। আর বিল তুলে লাপাত্তা হয়েছে ঠিকাদার।

    জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ জনপদের ব্রিজ নির্মাণ, মেরামত ও উন্নয়ন (বিজিপি) প্রকল্পের আওতায় উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সেরনিয়াবাতের বাড়ির সামনে একটি ব্রিজ নির্মাণের জন্য ৫৭ লাখ টাকা ব্যয়ে টেন্ডার আহবান করা হয়।

    টেন্ডারে লাকি এন্টারপ্রাইজকে কার্যাদেশ প্রদান করা হয়। লাকি এন্টারপ্রাইজের পক্ষে ব্রিজের নির্মাণ কাজ করেন গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন। প্রকল্পের নীতিমালা অনুযায়ী ব্রিজ নির্মাণ কাজের জন্য (বিজিপি) প্রকল্পের অধীনে ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

    ২০২২—২৩ অর্থবছরে ব্রিজের কাজ শুরু হয়ে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুন মাসে। কিন্তু ঠিকাদার চান শুধুমাত্র ব্রিজ নির্মাণ ছাড়া দুই পাশের রাস্তা নির্মাণ করেনি। সরেজমিন গিয়ে দেখা গেছে, টেমার গ্রামের টেমার—সেরাল খালের উপর নির্মিত ব্রিজের কাজ শেষ করেছে ঠিকাদার চান। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই পুরো বিল উত্তোলন করে নিয়ে গেলেও ঠিকাদার চান ব্রিজের দুই পাশের রাস্তা নির্মাণ করছে না।

    ফলে সময়মতো ব্রিজের কাজ শেষ না হওয়ায় সবচেয়ে দুর্ভোগে পরেছে এলাকাবাসী। টেমার গ্রামের বাসিন্দা আনিচ সন্যামত বলেন, ব্রিজের কাজ শুরু করে ঠিকাদার কাজ শেষ করলেও ব্রিজের দুই পাশের রাস্তা নির্মান না করায় কোন কাজে আসছে না এই ব্রিজটি। অন্যদিকে শুনেছি কাজ শেষ না করেই পুরো বিল তুলে নিয়েছেন ঠিকাদার।

    স্থানীয় সালাম হোসেন বলেন, কাজ শেষ না করেই পুরো বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে কাজ থমকে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের মানুষেরা। অভিযুক্ত ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন বলেন, আমাকে উপজেলা প্রকৌশলী কাজ বন্ধ রাখতে বলেছেন।

    কারন এখন বর্ষার কাজ করলে রাস্তা ভেঙ্গে পরতে পারে। আর কাজ শেষ হওয়ার আগেই পুরো বিল তুলে নিয়েছেন বলে স্বীকার করেছেন তিনি। এব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবতীর্ বলেন, অবশিষ্ট কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন করবে ঠিকাদার চান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...