More

    আগৈলঝাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকালে উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

    পরে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন প্রমুখ।

    পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রামকৃষ্ণ রায় ও নির্মল ভদ্র।

    এছাড়াও উপজেলা সদরের বিএইচপি একাডেমী, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়, এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ ৩৮টি বিদ্যালয়ে এই বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...