কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চারণ কবি রাধাপদ রায়ের ওপর দুর্বৃত্তের হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় অনুষ্ঠিত পৃথক দুটি প্রতিবাদ সভা থেকে ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
যুক্তরাষ্ট্রস্থ লালন পরিষদ আয়োজিত নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় পৃথক দুটি সাংস্কৃতিক সমাবেশে অংশ নেন কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অঙ্গনের বিপুল সংখ্যক মানুষ।
তারা বাদ্যযন্ত্র, ব্যানার ও প্লাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশের নিপীড়িত নিরীহ, দরিদ্র সৃষ্টিশীল মানুষের ওপর হামলা বন্ধে প্রশাসনকে আরও সচেষ্ট হতে হবে। নিউইয়র্কের অভিবাসীরা শুধু প্রতিবাদই করেননি, আহত চারণ কবি রাধাপদ রায়ের সুচিকিৎসায় আর্থিকভাবে ভালোবাসার হাতও বাড়িয়ে দিয়েছেন।
৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোদ্দারের পাড় এলাকায় নিজ বাড়িতে রাধাপদ রায় হামলার শিকার হন। পাশের এলাকার দুই ভাই মো. রফিকুল ইসলাম ও কদুর আলীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে। কবিকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।