আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিশুকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
প্রতিপক্ষের কাছে মারধরের কারন জানতে চাওয়ায় ওই শিশুর পরিবারের উপর হামলা। এসময় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে আগৈলঝাড়া থানা পুলিশ হামলা—সংঘর্ষে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার নগরবাড়ি গ্রামের সোহাগ হাওলাদারের ছেলে প্লে গ্রুপের শিশু ছাত্র আলসানি হাওলাদার (৬) স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাঠিরা গ্রামের কাজল খানের ছেলে আমিন খান তুচ্ছ ঘটনা নিয়ে ওই শিশুকে মারধর করে।
পরে ওই শিশু বাড়ি গিয়ে মারধরের ঘটনা জানালে শিশু আলসানির দাদী হাওয়া বেগম কাজল খানের বাড়ি গিয়ে মারধরের কারন জানতে চাইলে কাজল খান ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে ফগা খান, তার ছেলে আমিন খানসহ ৮/১০ মিলে সোহাগ হাওলাদারের বাড়িতে হামলা চালায়।
এসময় হামলায় হাওয়া বেগম (৪৫), রেশমা আক্তার (২৮), সোহেল হাওলাদার অপু (২৮), মোহনা আক্তার (২২)সহ ৫ জন আহত হয়। এসময় সোহাগের পরিবার জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় শিশুর পিতা সোহাগ হাওলাদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
