More

    আগৈলঝাড়ায় সন্ধ্যা নদী দখল মুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বালু ফেলে সন্ধ্যা নদী দখল শিরোনামে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজর পড়ে। পত্রিকায় সংবাদ দেখে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইমামা বানিন ঘটনাস্থল পয়সারহাট সেতুর দু—পাশের দখলদার কাওছার শিকদার ও জেবারুল খান বালু ফেলে সন্ধ্যা নদী দখলের স্থান পরিদর্শণ করেন।

    এসময় দখলকারী জেবারুল খান ও কাওছার শিকদার উপস্থিত ছিলেন না। কাওছারের পিতা আবুল হোসেন শিকদার জানান, দুই বছর পূর্বে ভূমি অফিস থেকে মেপে দেওয়া হয়েছিল। তখন মাপে আমার কিছু অংশ নদীর মধ্যে ছিল। তবে নদীর মধ্যে যেটুকু অংশে বালু ফেলা হয়েছে তা সরিয়ে নেয়া হবে।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির সোহেল আমিন, সার্ভেয়ার মাসুদ মিয়া ও পুলিশ সদস্যরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইমামা বানিন জানান, পয়সারহাট সেতুর দুই পাশে বালু ফেলে সন্ধ্যা নদী দখলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দখলদারদের অতি দ্রুত নিজ দায়িত্বে বালু সরিয়ে ফেলার নিদের্শ দেয়া হয়।

    উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট সন্ধ্যা নদীর সেতুর পূর্ব পাড় দখল করে বালু ভরাট করছিল স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ী কাওছার হোসেন শিকদার ও জেবারুল খান। বালু ব্যবসায়ী জেবারুল খানকে তিন বছর পূর্বে উপজেলা প্রশাসন জরিমানা করেছিলেন।

    তারপরেও জেবারুল খান পয়সারহাট সেতুর পূর্ব পাড়ের দক্ষিন পাশে সন্ধ্যা নদীর পার দখল করে পুনরায় বালু ভরাট করে ব্যবসা শুরু করেছেন। সেতুর উত্তর পাশে আরেক প্রভাবশালী ব্যবসায়ী কাওছার শিকদারও সন্ধ্যা নদী দখল করে বালু ভরাট করে আসছে। তাদের উপজেলা প্রশাসন থেকে একাধিকবার উচ্ছেদ করা হলেও তারা পুনরায় প্রভাবশালীদের ছত্রছায়ায় নদীর পাড় দখল করে ব্যবসা করে আসছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...