আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার গৈলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষন অভিযান উপলক্ষ্যে সচেতনতামূলক এ সভার আয়োজন করে উপজেলা মৎস্য বিভাগ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন প্রজননক্ষম মা ইলিশ রক্ষায় ইলিশ মাছ আহরন, ক্রয়— বিক্রয়, মজুদ, বাজারজাতকরণসহ সকল ধরনের বিনিময় সম্পূর্ন নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ।
এ সময়ে নদীতে মাছ ধরলে অথবা ক্রয়—বিক্রয়ে জড়িত থাকলে শাস্তি কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদন্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ড হতে পারে। তাই এই সময়ে ইলিশ মাছ ধরা থেকে সকলের বিরত থাকতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশের ডিম পাড়ার সময়। এ সময়টুকু আমরা যদি ইলিশ ধরা বন্ধ রাখি তাহলে সারা বছরই আমরা ইলিশের চাহিদা মেটাতে পারবো।
এই ২২ দিন আমরা ইলিশ ধরা, মজুদ করা, খাওয়া থেকে বিরত থাকবো। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম, ব্যবসায়ী মহাদেব মন্ডল, নিখিল মন্ডল, সকজ মন্ডলসহ আড়তদার, পাইকারী ও খুচরা ইলিশ মাছ বিক্রেতাগন।
