আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় যাতায়াতের পথ বন্ধ করার প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা পাবলিক একাডেমীর সহকারী শিক্ষক সুশীল বাড়ৈর সাথে একই ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সুশান্ত হালদার ও জটিল হালদারের সাথে চলাচলের পথ বন্ধ করা নিয়ে বাকবিতন্ডা হয়।
পরে সুশান্ত হালদার ও জটিল হালদার শিক্ষক সুশীল বাড়ৈকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত শিক্ষক সুশীল বাড়ৈকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সুশীল বাড়ৈর স্ত্রী ইতি রানী বাড়ৈ জানান, আমাদের চলাচলের পথ বন্ধ করে উল্টো আমার স্বামীকে মারধর করে আহত করে সুশান্ত ও জটিল হালদার।
এসময় আমার স্বামীকে রক্ষা করতে গেলে আমাকেও মারধর করে আহত করে। স্থানীয় ইউপি সদস্য রনজিত ভক্তকে মারধরের ঘটনা জানানো হয়েছে বলে জানান তারা। এবিষয়ে অভিযুক্ত সুশান্ত ও জটিলকে বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি ।
এঘটনায় শিক্ষক সুশীলের ভাই সুধীর বাড়ৈ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।