উজিরপুর প্রতিনিধি : উজিরপুরে নানান আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালন করা হয়েছে ।
১২ অক্টোবর সকাল ১০ টায় উজিরপুর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) কেএম ইশমামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উজিরপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, সভাপতি এস এম জামাল হোসেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শিমা রানী শীল উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ এবং উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা।
‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি ‘ উজিরপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সঞ্চালনায় আলোচনা সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় সম্পর্কে ধারনা ও আলোচনা করা হয় এবং র্যালী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উজিরপুর ফায়ার সার্ভিসে উদ্যোগে বিশেষ মহরার আয়োজন করা হয়।