More

    উজিরপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধি : উজিরপুরে শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে আনন্দ র‍্যালী,আলোচনা সভা কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪ টায় উজিরপুর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লার সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর বাবুল সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, প্রধান বক্তা হিসেবে গঠন মূলক বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।

    বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহে আলম,ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা।

    এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এদিকে এ অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকে এবং একপর্যায়ে সভাস্থলে জনসমুদ্রে পরিনত হয়। এছাড়া ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করেছে নেতাকর্মীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা

    ঝালকাঠিতে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে শরজিৎ হালদার (৬২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আশুতোষ হালদার...