আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি—নাতনীদের চাকুরীতে মুক্তিযোদ্ধাদের কোটা পুনঃবহাল রাখার দাবীতে সারাদেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড প্রধানমন্ত্রীর বরাবারে স্মারকলিপি প্রদান করে আসছে।
তারই ধারাবাহিকতায় গতকাল রোববার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) উম্মে ইমামা বানিনের কাছে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা কমিটির সভাপতি লিটন আব্দুল্লাহ ও সাধারন সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে কমান্ডের নেতৃবৃন্দগণ।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি লিটন আব্দুল্লাহ বলেন, সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকুরিতে সর্বেক্ষেত্রে কোটা পুনঃবহাল রাখার দাবীতে বর্তমান সরকারের প্রধানের কাছে আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই স্মারক লিপি প্রদান করা হয়েছে।
আমাদের দাবি সরকার না মানলে কেন্দ্র থেকে যে নিদের্শ ও কর্মসূচি দিবে তা আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পালন করবে।