More

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলেকে কারাদণ্ড, ৮০ হাজার মিটার জাল পুড়িয়েছে প্রশাসন

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারে নামা জেলেকে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) নির্বাহী ম‍্যাজিস্ট্রেট কে এম ইশমাম,

    এছাড়াও প্রায় ৮০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, ১০টি মাছ ধরার ট্রলার জব্দ করে আটক রাখার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন উজিরপুর উপজেলা মৎস কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান।

    ইলিশ মাছের প্রজনন সময়ে নদী থেকে ইলিশ মাছ আহরণ নদীতে জালফেলা সহ ২২ দিনের বিভিন্ন নিষেধাজ্ঞা নিয়মিত টহল অব‍্যহত রয়েছে এর মধ্যেই ১৬ অক্টোবর উজিরপুর অংশের সন্ধ্যা নদীতে অবৈধ ভাবে মাছ শিকার করার সময় উপজেলার মার্দাসী এলাকার বাবুল হাওলাদার নামের এক জেলেকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছেন।

    উপজেলা মৎস বিভাগের উদ্যোগে ও উজিরপুর প্রশাসনের সহযোগিতায় নিয়মিত তিন ভাগে ভাগ হয়ে ২৪ ঘন্টা কঠোর নজরদারীতে রাখার কথা জানিয়েছেন মৎস বিভাগ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা

    ঝালকাঠিতে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে শরজিৎ হালদার (৬২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আশুতোষ হালদার...