উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নামাজরত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু হয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার বিকালে মসজিদে আসর নামাজ পড়া অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে স্থানীয় জামে মসজিদে শহীদ কাজী (৭০) আসরের নামাজ আদায় করতে যান।
একপর্যায়ে নামাজরত অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। শহীদ কাজী মুন্ডপাশা গ্রামের মৃত আব্দুস সোবাহান কাজীর পুত্র,তিনি প্রবাসী ছিলেন।
তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। পরে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।