উজিরপুর প্রতিনিধি : উজিরপুর পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করে মডেল থানার উপ পরিদর্শক (নিঃ) মেহেদী হাসান মিলন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
সুত্র থেকে জানাগেছে ১৯ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এস আই মেহেদী হাসান মিলনের নেতৃত্বে এ এস আই মহিউদ্দিন এ এস আই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে
উজিরপুর পৌর এলাকা থেকে বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামের মৃত মোস্তফা গাজীর পুত্র মেহেদী হাসান গাজী (২৫) ও মৃত রাজ্জাক হাওলাদারের পুত্র রিয়াজ হাওলাদার (৩০) কে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
আটককৃতদের পুলিশি হেফাজতে রেখে মাদকদ্রব্য আইনের আওতায় নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ ।