More

    বরিশালে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ প্রতিনিধি:  বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় একের পর ডাকাতির ঘটনায় চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    এঘটনায় বুধবার দুপুরে জেলা পুলিশের সন্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলার ৪নম্বর দুধল ইউনিয়নের চাটরা গ্রামে ২০ অক্টোবর রাতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলাম খলিফার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

    সেই ঘটনায় বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। মামলার সূত্র ধরে আসামিদের ধরতে অভিযান চালায় বরিশাল জেলা পুলিশ। অভিযান চালিয়ে চারজন ডাকাতকে গ্রেপ্তার করেন তারা।

    বাকি ডাকাতদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার। গ্রেপ্তারকৃতরা হলেন- মুছা খান (২১), পলাশ খলিফা (৩৩), সরসী গ্রামের জালাল শিকদারের ছেলে সাগর শিকদার (২৩) ও আজিজ খানের ছেলে মাসুদ খান (৪০)।

    তাদের কাছ থেকে ডাকাতির মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...