More

    বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৫ অক্টোবর বুধবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল(আউটার)স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্টের আয়োজন করেছে। উক্ত খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়ারেস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক,

    বরিশাল জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন অতিথিবৃন্দ। জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

    পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

    উদ্বোধনী খেলায় বালক (অনূর্ধ্ব-১৭) বরিশাল সদর উপজেলা বনাম আগৈলঝাড়া এবং বালিকা (অনূর্ধ্ব-১৭) বরিশাল সদর উপজেলা বনাম আগৈলঝাড়া খেলা অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হকের গণসংযোগে উৎসাহ-উদ্দীপনা

    ঝালকাঠির কাঠালিয়ার বিভিন্ন এলাকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময়...