More

    মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহত মিলন চন্দ্র হালদার (৩০) পিরোজপুর জেলার কাউখালী উপজেলার হরিণডাঙ্গা গ্রামের অমূল্য হালদারের ছেলে।

    ঘটনাটি মঙ্গলবার ভোরে ঘটেছে। এই ঘটনায় কালকিনি থানা পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কালকিনি থানা পুলিশ সূত্রে জানা গেছে,

    আজ (মঙ্গলবার) ভোরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল গ্রামের নাহিদুল খানের একটি ট্রলার চুরি করার উদ্দেশ্যে ট্রলারের শিকল কাটার শব্দ পেয়ে স্থানীয়রা চোর চক্রের সদস্য মিলন চন্দ্র হালদারকে আটক করে গণপিটুনি দেয়।

    খবর পেয়ে দ্রুত কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন,‘চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মিলন হালদারের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    এবং পিরোজপুরে তার স্বজনদের খবর দেয়া হয়ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার মালিক নাহিদুল খানকে থানায় আনা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে হাদি হত্যার প্রতিবাদে হাদির প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল

    পিরোজপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের...