More

    সীমিত বাজেটের বিপিএল নিলামে চমক থাকবে কি

    অবশ্যই পরুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিদের দল গঠনে ‘সিলিং’ ঠিক করে দেওয়া হয়েছে। দেশি ক্রিকেটারদের পেছনে সাড়ে চার কোটি টাকা খরচ করা যাবে। এই টাকার ভেতরে কম পক্ষে ১১ জন ক্রিকেটারকে দলে নিতে হবে। বাকি দুজন সরাসরি সাইনিং করা দুই ক্রিকেটার।

    যাদের সম্মানী বেধে দেওয়া টাকার বাইরে থেকে দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ফলে নিলামের ব্যবস্থা রাখা হলেও খুব বেশি সম্মানী পাওয়ার সুযোগ নেই্ দেশি ক্রিকেটারদের। দেশিদের ‘এ’ ক্যাটাগরিতে নিলামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। প্রতি বিডে ৫ লাখ টাকা করে বাড়বে। এই শ্রেণী থেকে একজন করে ক্রিকেটার নিতে পারবে প্রতিটি দল। বাজেট নির্ধারণ করে দেওয়ায় নিলামে খুব বেশি টাকায় ক্রিকেট দলে নেওয়ার সুযোগ থাকছে না।

    বিদেশি দেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও বাজেট ঠিক করে দেওয়া হয়েছে। সরাসরি সাইনিং করা দুই ক্রিকেটারসহ বিদেশিদের পেছনে সাড়ে তিন লাখ ডলার ব্যয় করতে পারবে একটি দল। বিদেশিদের ‘এ’ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার ডলার। ফলে চাইলেও বৈশ্বিক তারকা দলে নেওয়ার সুযোগ কমবে। গত বিপিএলে ‌’এ’ ক্যাটেগরির দেশি ক্রিকেটার ৮০ লাখ টাকা, বিদেশি ক্রিকেটারের ৮০ হাজার ডলার নির্ধারিত ছিল। এক লাফে ৩০ লাখ টাকা কমে গেলেও নিলামের কারণে কেউ কেউ লাভবান হতে পারেন। ২০২৪ সালের প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটেগরির ক্রিকেটাররা পেয়েছেন ৫০ লাখ টাকা।

    এবার নিলামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ লাখ টাকা। নিলামের প্রতি ডাকে তিন লাখ টাকা করে বাড়াবে। বি ক্যাটাগরি থেকে দুজন ক্রিকেটার নিতে পারবে একটি দল। ‘সি’ ক্যাটাগরিতে ২২ লাখ টাকা ভিত্তি মূল্য। নিলামে এক লাখ টাকা করে প্রতি ডাক। এখান থেকে তিনজন খেলোয়াড় নেওয়া যাবে। ‘ডি’ ক্যাটাগরিতে ১৮ লাখ টাকা ভিত্তি মূল্য। এই বিভাগ থেকেও তিনজন ক্রিকেটার নেওয়ার নিয়ম রেখেছে।

    ‘ই’ ক্যাটাগরিতে ১৪ লাখ, এফ ক্যাটাগরিতে ১১ লাখ টাকা ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। উভয় বিভাগ থেকে দুজন করে ক্রিকেটার নেওয়ার সুযোগ রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবার ক্যাটাগরি একটি কমেছে। বিপিএল পাঁচ দলে সীমিত করায় ৬৫ থেকে ৮০ জন ক্রিকেটার দল পেতে পারেন। কারণ প্রতিটি দলে ১৩ জন দেশি ক্রিকেটার নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। সাত দলের বিপিএল হলে ন্যূনতম ৮২ জন, সর্বোচ্চ ১০০ জন দেশি ক্রিকেটার খেলার সুযোগ পেতেন।

    এবারও বিদেশি ক্রিকেটার নিবন্ধন উন্মুক্ত রাখা হয়েছে। নিলাম থেকে ন্যূনতম দুইজন বিদেশি নিতে হবে প্রতিটি দলকে। বাকিগুলো সরাসরি নিতে পারবে। বিদেশিদের ‘বি’ ক্যাটেগরিতে ২৫ হাজার ডলার, ‘সি’ ক্যাটেগরিতে ২০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটেগরিতে ১৫ হাজার ডলার ও ‘ই’ ক্যাটেগরিতে ১০ হাজার ডলার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। সাড়ে তিন লাখ ডলারের মধ্যে বৈশ্বিক তারকা ক্রিকেটার দলে টানা কঠিন হতে পারে। সরাসরি দলে নেওয়ার সুযোগ থাকায় পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ১০ জন দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছে।

    মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহানকে রংপুর রাইডার্স, তাসকিন আহমেদ, সাইফ হাসানকে ঢাকা ক্যাপিটালস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমকে রাজশাহী অ্যারিয়ার্স, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে সিলেট টাইটানস, শেখ মেহেদী, তানভীর ইসলাম চট্টগ্রাম রয়্যালসে খেলবেন। ক্রিকেটারদের সম্মানী দেওয়ার ক্ষেত্রে চুক্তি করার সময় ২৫ শতাংশ, লিগ চলাকালে ৫৫ শতাংশ এবং খেলা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে আরও ২৫ শতাংশ সম্মানী পরিশোধ করতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নড়েচড়ে বসছে বিসিসি প্রশাসন

    কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি বিমুখ রাখতে নড়েচড়ে বসেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) প্রশাসন। রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ, ব্যানার, ফেস্টুন টাঙানো এমনকি বিশেষ...