More

    উজিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা, নারীসহ আহত ৫

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: বরিশাল জেলার উজিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা, নারীসহ আহত-৫ জন। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    উপজেলার শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মৃধার সাথে ওই বাড়ির বজলু মৃধা গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

    এরই প্রেক্ষিতে গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ এর ভবন নির্মাণের জন্য রাখা বালু জোরপূর্বক বজলু মৃধা গংরা অনত্র নেয়া শুরু করে।

    এতে বাঁধা দিলে উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে বজলু মৃধা ও তার স্ত্রী রেহেনা বেগম, মেয়ে কেয়া আক্তার, রিপা আক্তারসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মুক্তিযোদ্ধা পরিবারের উপর অতর্কিত হামলা চালায়।

    এতে আহত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর মোহাম্মদ মৃধা ও তার স্ত্রী মিনু বেগম , পুত্রবধু পপি বেগম, ছেলে জুয়েল মৃধা ও সোহেল মৃধা। এরমধ্যে কোপের আঘাতে বৃদ্ধ মিনু বেগমের মাথায় গুরুত্বর জখম হয়।

    আহত মিনু বেগমকে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়। হামলার ঘটনায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে শনিবার উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

    অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন মুক্তিযোদ্ধা পরিবার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

    অবরোধ ভেঙে গাজায় যাওয়ার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের...