উজিরপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামীলীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী বাছাই করতে মনোনয়ন বিক্রয় দাখিল কার্যক্রম চলমান রয়েছে, এরই ধারাবাহিকতায় উজিরপুর বানাড়িপাড়া সংসদীয় আসন ১২০ বরিশাল ০২ আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের জন্য ডজনের অধিক প্রার্থী মনোনয়ন চেয়ে আবেদন করেছেন,
তারা হলেন মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার বঙ্গবন্ধুর হত্যাকান্ডের প্রতিবাদে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান খান, সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুছ,
আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, বর্তমান এমপি শাহে আলম তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রুবিনা আক্তার মিরা, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য মোঃ আনিছুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, শেরে বাংলা একে ফজলুল হকে পৌত্র ফাইয়াজুল হক রাজু, বানাড়িপাড়া পৌর মেয়র সুভাস চন্দ্র শীল, বানাড়িপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ,
শিল্পপতি এম মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সেরনিয়াবাত, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা আবিদ আল হাসান। সুত্র থেকে জানা গেছে বাংলাদেশ জন্ম নেবার পরে এই আসন থেকে ১৯৭৩ সালে আওয়ামীলীগের বাবু হরনাথ বাইন এমপি নির্বাচিত হবার পর নৌকা প্রতীকে কেউ জয়লাভ করতে পারেনি।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব মনিরুল ইসলাম মনি নৌকা প্রতীকে জয়লাভ করার পরে এমপি থাকাকালীন সময় বিভিন্ন কারনে নিজ দলের নেতা কর্মিদের কাছে আলোচিত সমালোচিত হয়ে মনোনয়ন বঞ্চিত হন।
এলাকার অভিজ্ঞ প্রবীণ আওয়ামীলীগ নেতাদের ধারনা স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এই অঞ্চলে আওয়ামীলীগের রাজনীতিতে প্রত্যক্ষ নেতৃত্ব দেয়া নেতাদের বাদ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারনে তৃণমূল পর্যায়ে ত্যাগী কর্মিদের অবমূল্যায়নে দলীয় কোন্দলের সৃষ্টি হয়।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর বানাড়িপাড়া আসনে এবার স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে আওয়ামীলীগের ধারাবাহিক পরিচ্ছন্ন রাজনীতির নেতৃত্ব দেয়া চাখার কলেজের সাবেক জিএস ও ভিপি মুক্তিযুদ্ধের বেইজ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান খানকে দলীয় নৌকা প্রতিকের প্রতিনিধি মনোনীত করলে দলীয় গৃহদাহ নিরসনে সহায়ক ভুমিকা রাখবে।
এছাড়াও একজন মুক্তিযোদ্ধা হিসেবে উজিরপুর বানাড়িপাড়ায় দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয়জন হাবিব খান ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে পারবে। স্বাধীনতার ৫২ বছরের ইতিহাসে দলীয় লাভজনক পদে না থেকেও আওয়ামীলীগের রাজনীতির প্রবীণ নেতা হাবিবুর রহমান খানকে দলের হাইকমান্ড নৌকা প্রতিকে মনোনীত করে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্বীকৃতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার সাধারণ নেতা কর্মিরা।