More

    ভোলায় যাত্রীবাহী বাসচাপায় শিশুসহ নিহত ২

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ভোলায় যাত্রীবাহী বাসচাপায় মো. হাসনাইন (৭) ও আব্দুল জব্বার (৫৫) করম আলী নামে দুজন নিহত হয়েছেন।

    রোববার ২৬ নভেম্বর বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার নাঙ্গলখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসানাইন লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টুর ছেলে ও জব্বারের বাড়ি পৌর ৯ নম্বর ওয়ার্ডে করম আলীর ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা বাস মালিক সমিতির ডাইরেক সিটিং সার্ভিস নামের একটি বাস চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে।

    বেলা ১১টার দিকে লালমোহন উপজেলার নাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস চাপা পরেন চার পথচারী।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসনাইন ও জব্বারকে মৃত ঘোষণা করেন।

    এছাড়াও গুরুতর আহতদের ভোলা ও বরিশাল রেফার্ড করা হয়। লালমোহন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...