More

    উজিরপুরে সুপারি ভর্তি মিনি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে পেট্রোল ঢেলে মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

    সুত্রে জানা যায় বিএনপির ডাকা ৭ দফা হরতাল অবরোধের প্রথম দিনে বরিশাল জেলার হিজলা থেকে ময়মনসিংহে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা সুপারি বোঝাই একটি ট্রাক উপজেলার বামরাইল বাবলাতলা নামক স্থানে পৌঁছামাত্র অজ্ঞাত ১০/১২ জন মিলে ২৬ নভেম্বর ভোর সোয়া ৪ টার দিকে রাস্তায় গাছ ফেলে গতিরোধ করে ট্রাকের গ্লাস ভেঙে ফেলে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে।

    এদিকে গৌরনদী ফায়ারসার্ভিস ঘটনাস্থল পৌছার আগেই স্থানীয়রা পানি ও বালু নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণ করে। ট্রাক চালক কাওছার হোসেন গৌরনদী উপজেলার বাটাজোড় গ্রামের বাসিন্দা।

    ট্রাক চালক ও হেলপার আহত হননি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগসহ পুলিশের টিম ও গৌরনদী হাইওয়ে পুলিশ,

    বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরদার, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদারসহ অনেকে।

    এদিকে আগুন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিন্হিত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। এ ব্যাপারে ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নিষেধাজ্ঞার আগের দিন বরিশালে ‘ইলিশের মেলা’

    প্রতি বছরের ন্যায় এবারও বরিশাল নগরের পোর্ট রোড বাজারে বসেছে ইলিশ মেলা। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার ২২ দিনের...