মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার শীর্ষ মাদককারবারী ইয়াবা সম্রাট খ্যাত উজ্জ্বল বেপারীর ছোট ভাই রিগান বেপারীকে ৭০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
গ্রেফতার হওয়া রিগান বেপারী কালকিনি পৌর এলাকার লক্ষিপুর-পখিরা গ্রামের সিরাজ বেপারীর ছেলে। আজ সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে কালকিনি পৌরসভার ০৫নং ওয়ার্ডের সাদিপুর এলাকা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিগান বেপারীকে (২৫) হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, রিগান বেপারীসহ তার ভাই মিলে পৌর এলাকার বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
পৌর ০৫নং এলাকাবাসী একমত হয়েছে আর কাউকে মাদক ব্যবসা করতে দেয়া হবেনা। মাদক ব্যবসা আমরা সবমূলে নির্মুল করে মাদকমুক্ত সমাজ উপহার দিতে চাই।