More

    রাজনীতি দূরের কথা কোনদিন মিছিল মিটিং সমাবেশেও যাইনি, তারপরও ৩১ দিন হাজতবাস – ব্যবসায়ী মুসল্লী মিন্টু মিয়ার সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  ‘আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করতাম। চাকরি জীবনে বা অবসরকালীন কিংবা আজ অব্দি বাংলাদেশের কোন রাজনীতির সাথে জড়িত ছিলাম না। এখনো জড়িত নই। আমি কথনো আওয়ামী লীগের কোন সভা-সমাবেশেও যোগদান করিনি। অথচ কলাপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক হিসেবে তালিকা করে কে বা কাহারা পুলিশকে দিয়ে ১০ নভেম্বর দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে।

    একটি মামলায় অজ্ঞাত হিসেবে আসামি দেখিয়ে আদালতে চালান করা হয়েছে। ৩১ দিন হাজতবাস করার পরে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। এমনকি যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তার বাদী পর্যন্ত আদালতে গিয়ে বলেছে আমি তার মামলার কোন আসামি নই।’ এমনসব কথা বলে ওই মামলা থেকে রেহাই পাওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কলাপাড়ার উপজেলা সড়কের ব্যবসায়ী একজন ধর্মপ্রাণ মুসল্লী মোঃ মিন্টু মিয়া। তিনি এসময় আবেগপ্রবণ হয়ে পড়েন।

    আজ শনিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মিন্টু মিয়া তার লিখিত বক্তব্যে এমন হয়রাণি বন্ধের দাবি জানান। নির্বিঘে ব্যবসা-বাণিজ্য করার নিশ্চয়তা দাবি করেন। তিনি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তিনি এও বলেন তার সৎ ভাইয়েরা জীবদ্দশায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাও আরো এক যুগ আগের কথা। যার সাথে তার নিজের কখনো কোন সম্পর্ক ছিল না। আজ অব্দি নেই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাদির কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ...