মেহেদী হাসান শান্ত, দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে প্রান্তিক পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ দিয়েছে প্যারাগন গ্রুপ। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার থানাব্রীজের পূর্ব পাশে খন্দকার ইলিয়াস হোসেনের বাসভবন সংলগ্ন এলাকায় ‘প্যারাগন গ্রুপ’ এ প্রশিক্ষণের আয়োজন করেন। উক্ত প্রশিক্ষণে উপজেলার প্রান্তিক পর্যায়ের শতাধিক খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মাধ্যমে খামারিদের দক্ষ করে গড়ে তুলতে খাবার ব্যবস্থাপনা, বাসস্থান ব্যাবস্থাপনা সহ রোগবালাই প্রতিরোধ ও প্রতিকারের বিভিন্ন বিষয়ে ধারনা দেয়া হয়।
এসময়ে উপস্থিত ছিলেন জোনাল ইন চার্জ মোঃ মনিরুল ইসলাম, ডা.তাপস হালদার, ডা. অপু চন্দ্র দাস, স্থানীয় ডিলার ও বাংলাদেশ পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার ইলিয়াস হোসেন।
