More

    কালকিনিতে শেষ দিন উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল   

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমূখর পরিবেশে  মাদারীপুর-৩ আসনে উৎসবমূখর পরিবেশ ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন ।

    আজ  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া মনোনয়ন পত্র দাখিল করেন।

    আবদুস সোবহান মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য।

    এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

    মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন নিতাই চক্রবর্তী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোঃ ইকবাল হোসেন খোকন মুন্সী (জাকের পার্টি),নকুল কুমার বিশ্বাস (কৃষক শ্রমিক জনতালীগ),

    প্রবীন হালদার ( তৃনমুল বিএনপি) এবং জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেন এম এ খালেক।  আগামী ৭ জানুয়ারি মাদারীপুর-৩ আসনে মোট মোট ৩ লক্ষ ৫৮ হাজার ৩৪০ জন ভোটার ১৩৪টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...