More

    চলন্ত বাসে দুর্বৃত্তদের হামলা, আহত ৫

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় চলন্ত বাসে দুর্বৃত্তদের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২৯ নভেম্বর রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসটি মাদারীপুরের পাথুরিয়ারপাড় এলাকায় আসলে চলন্ত বাসটিকে লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পরিবহনে থাকা অন্তত পাঁচযাত্রী কাচের টুকরার আঘাতে আহত হয়।

    পরে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। আহত যাত্রীরা বরিশাল এলাকার বাসিন্দা।

    মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন বলেন, রাতে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না। তবে এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

    দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এছাড়াও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...