More

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট মোঃ রুবাইয়াত ফেরদৌস। অনুষ্ঠানে ১১৬ জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।

    পরবর্তীতে নবীনদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, “শিক্ষা শুধু পুস্তক জ্ঞান নয়, এটি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতার চর্চার মাধ্যম—এই চর্চায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

    আফতাবউদ্দিন কলেজ পিরোজপুরে মানসম্মত শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ” শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন,“তোমাদের লক্ষ্য হওয়া উচিত নিজেকে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করলে মাসে ৩০টি এবং বছরে ৩৬৫টি ভালো কাজ করা সম্ভব। ছোট ছোট ভালো কাজই একদিন বড় পরিবর্তন আনতে পারে।

    শিক্ষার মানোন্নয়নে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।” অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের লিফলেট বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে...