More

    নেতাকর্মীদের আশ্বস্ত করলেন হাসান মামুন: আশংকামুক্ত ও ধৈর্যধারণের আহ্বান

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য এ আসন প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। এদিকে পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি হাসান মামুন তার ফেইসবুক আইডিতে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ধৈর্যধারণ ও আশাবাদী থাকার আহ্বান জানিয়েছেন।

    সোমবার (৩ নভেম্বর)রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম— প্রিয় গলাচিপা-দশমিনা বাসী, আপনারা ধৈর্যধারণ ও আশংকামুক্ত থাকুন। যেকোন পরিস্থিতিতে পটুয়াখালী-৩ এ বিএনপির দলীয় প্রার্থী নির্বাচন করবে, ইনশাআল্লাহ।”

    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। অন্যান্য দলের সাথে জোট হলে বাকী আসন ছেড়ে দিতে পারে বিএনপি তাই আপাতত সেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি এমনটাই ধারণা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বৃহস্পতিবার দশ জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

    দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।...